কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনার ৩ খেলোয়াড়

কোপা আমেরিকার সেরা একাদশে ফাইনাল খেলা দুই দলের খেলোয়াড়ই বেশি আছেন। লিওনেল মেসিসহ আর্জেন্টিনার আছেন তিন জন। আর চিলি দল থেকে সুযোগ পেয়েছেন ক্লাওদিও ব্রাভোসহ পাঁচ জন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 07:20 AM
Updated : 6 July 2015, 07:20 AM

ফাইনালে শেষে ঘোষণা করা এই দলে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিলের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি। 
 
স্পেনের লা লিগার চার জন খেলোয়াড় আছেন এই দলে। এর মধ্যে মেসি, ব্রাভো ও হাভিয়ের মাসচেরানো আবার বার্সেলোনার।
 
দলটির কোচ হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতা চিলির দায়িত্বে থাকা হোর্হে সামপাওলিকে।  
 
কোপা আমেরিকার সেরা একাদশ  
 
গোলরক্ষক: ক্লাওদিও ব্রাভো (চিলি)
 
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (আর্জেন্টিনা), গারি মেদেল (চিলি), হেইসন মুরিলো (কলম্বিয়া)
 
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (আর্জেন্টিনা), আর্তুরো ভিদাল (চিলি), মার্সেলো দিয়াস (চিলি), ক্রিস্তিয়ান কুয়েভা (পেরু)
 
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), এদুয়ার্দো ভারগাস (চিলি), পাওলো গুয়ের্রেরো (পেরু)। 
 
কোচ: হোর্হে সামপাওলি (চিলি)