জাপানকে উড়িয়ে মেয়েদের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের

রোমাঞ্চকর ফাইনালে জাপানকে হারিয়ে তৃতীয়বারের মতো মেয়েদের বিশ্বকাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 03:44 AM
Updated : 6 July 2015, 03:46 AM

তিনবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দেশ। আর বিশ্বকাপের ফাইনালে এটাই সবচেয়ে বেশি গোলের ঘটনা। 
 
রোববার কানাডার ভ্যাঙ্কুভারে যুক্তরাষ্ট্রের এই জয়ে দারুণ অবদান রাখেন অধিনায়ক কার্লি লয়েড। ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন এই মিডফিল্ডার।
 
১৯৯১ আর ১৯৯৯ সালের চ্যাম্পিয়নদের ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে দেন লয়েড। দুই মিনিট পরই জাপান একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দ্বিতীয় গোলটি পেয়ে যান ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।
 

আরেক মিডফিল্ডার লরেন হলিডে ব্যবধান বাড়ানোর পর প্রায় ৫০ গজ দূর থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন লয়েড। ম্যাচের ষষ্ঠদশ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে হতভম্ব হয়ে যায় এশিয়ার পরাশক্তিরা। 
বিরতির আগে জাপান একটি গোল শোধ করলেও খেলায় আর ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের জনস্টনের আত্মঘাতী গোলে একটু আশা দেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে দুই মিনিট পরই ডিফেন্ডারদের ভুল টবিন হিথ গোল করে ব্যবধান ৫-২ করে ফেলেন; সব আশা শেষ হয়ে যায় জাপানের।