কোপার সেরা গোলরক্ষক ব্রাভো

ফাইনালে টাইব্রেকারে এভার বানেগার শট রুখে দেওয়া চিলির ক্লাওদিও ব্রাভো কোপা আমেরিকার এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 01:50 PM
Updated : 5 July 2015, 01:50 PM

সান্তিয়াগোর ফাইনালে স্বাগতিক চিলির সঙ্গে আর্জেন্টিনার ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে কোনো দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে চিলির প্রথমবারের মতো বড় শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন ব্রাভো। বার্সেলোনার এই গোলরক্ষক রুখে দেন আর্জেন্টিনার এভার বানেগার শট। এরপর আলেক্সিস সানচেজ লক্ষ্যভেদ করলে ৪-১ ব্যবধানে কোপা আমেরিকার শিরোপা জয় করে চিলি।

জয়ের প্রতিক্রিয়ায় আসরের সেরা গোলরক্ষক ব্রাভো অতীতের না পারার ইতিহাস পেছনে ফেলার কথা জানিয়ে বলেন, “আমরা জিততে অভ্যন্ত ছিলাম না কিন্তু আজ আমাদের এটা জিততেই হতো।”