চিলি সমর্থকদের হামলার মুখে মেসির পরিবার 

কোপা আমেরিকার ফাইনাল চলাকালে লিওনেল মেসির পরিবারকে গ্যালারি থেকে সরিয়ে নেওয়া হয়। চিলির সমর্থকদের ছোড়া একটি বস্তুতে আর্জেন্টিনা তারকার ভাই আঘাত পাওয়ার পর তাদের নিরাপত্তার কথা ভেবেই এটা করা হয়। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 09:42 AM
Updated : 5 July 2015, 09:42 AM

শনিবার সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে এই ঘটনা ঘটে দ্বিথীয়ার্ধের খানিক আগে। চিলির এক সমর্থকের ছোড়া বস্তুটি মেসির বড় ভাই রদ্রিগোকে আঘাত করে। 
 
এরপর মেসির পরিবারকে স্টেডিয়ামের টেলিভিশন থাকা একটি কক্ষে সরিয়ে নেওয়া হয়। সেখানে বসেই ম্যাচটি দেখেন তারা। 
 
মেসির বাবা-মা আর দুই ভাই খেলা দেখতে মাঠে গিয়েছিলেন। তাদের লক্ষ্য করে অপমানমূলক কথাও বলে চিলির সমর্থকরা। 
 
এদিন খেলা দেখতে মাঠে যান সের্হিও আগুয়েরোর পরিবারও। তাদেরও অপমান করার অভিযোগ উঠেছে।  
 
চিলির কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে ২২ বছরের মধ্যে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। আর চিলি তাদের ফুটবল ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা জয়ের আনন্দে ভাসে।