আরেকটি ফাইনাল হারের যন্ত্রণা মাসচেরানোর

বিশ্বকাপের পর কোপা আমেরিকার ফাইনাল; এক বছরের মধ্যে দুটি ফাইনাল খেলা আর দুটিতেই হেরে যাওয়াটা খুব যন্ত্রণা দিচ্ছে আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানোকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 07:41 AM
Updated : 5 July 2015, 07:42 AM

গত বছর ব্রাজিলে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। আর সান্তিয়াগোয় শনিবার টাইব্রেকারে ৪-১ গোলে হেরে ২২ বছরের শিরোপা-খরা কাটাতে ব্যর্থ হয় তারা।
 
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা হতাশায় ভেঙে পড়েন। সংবাদমাধ্যমের সঙ্গে খুব অল্প কজনই কথা বলেন, যাদের মধ্যে একজন মিডফিল্ডার মাসচেরানো। 
 
“হারাটা যন্ত্রণার, এটা অনেক হতাশাজনক। সবাই জানে, এই শার্টটা (আর্জেন্টিনার জার্সি) পড়লে আমার কেমন লাগে।”
 
চিলির বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় মাসচেরানো এবারের কোপা আমেরিকায় তার দলের সামগ্রিক পারফরম্যান্সের বিষয়টি তুলে ধরেন। 
 
“আমাদের ভালো একটি কোপা আমেরিকা গেছে। সফরকারী হিসেবে আমরা ফাইনাল খেলেছি। আবার আমাদের জয়ের জন্য ভাগ্যের অভাব ছিল। সত্যি আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না।”