শিরোপা জিতেও মাটিতে পা চিলির

প্রায় একশ’ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতলেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে না চিলি। বিশ্বকাপের বাছাইপর্বের চ্যালেঞ্জের কথা মনে রেখে পা মাটিতেই রাখার কথা বলেছেন দলটির কোচ হোর্হে সামপাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 07:12 AM
Updated : 5 July 2015, 07:13 AM

সান্তিয়াগোয় শনিবার রাতে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা জয়ের আনন্দে ভাসে চিলি। ম্যাচ শেষে ভবিষ্যৎ স্বপ্নের কথা মনে করিয়ে দেন সামপাওলি।

“আপনি যখন কিছু জেতেন, তখন মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সত্যিকার অর্থে বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে এই সাফল্যের কোনো সম্পর্ক নেই।”

এরপর বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করেন চিলি কোচ।

“আমাদের ঘরের মাঠের সুবিধা থাকবে না। কখনও কখনও আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে খেলতে যাব এবং কিছু কঠিন জায়গায় যাব।”

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী অক্টোবরে। কোপা আমেরিকা জয়ের পর এবার বাছাইপর্বে চিলি ভালো করবে বলেই মনে করছেন অনেকে।

আপাতত অবশ্য কোপা আমেরিকায় পাওয়া সাফল্য উদযাপন করতে চান সামপাওলি।

আর্জেন্টিনার মতো একটি দলকে ফাইনালে আটকে রাখতে পারায় শিষ্যদের প্রশংসা করেন চিলি কোচ।