‘পরাজয় প্রাপ্য নয় আর্জেন্টিনার’

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়াটা মানতে পারছেন না জেরার্দো মার্তিনো। এই পরাজয় তার দলের প্রাপ্য নয় বলে দাবি করেছেন আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 05:40 AM
Updated : 5 July 2015, 05:58 AM

শনিবার সান্তিয়াগোয় আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে চিলি তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জেতে।

নির্ধারিত ৯০ মিনিটে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল না পাওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। মাঠের খেলায় আর্জেন্টিনা এগিয়ে ছিল বলেই মনে করেন মার্তিনো।

“খুব উঁচু মানের একটি ম্যাচে ১২০ মিনিট খেলার চেয়ে দুই দল একে অপরকে নিষ্ক্রিয় করে রেখেছে। আমি মনে করি, আর্জেন্টিনারই জেতা উচিত ছিল।”

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মার্তিনো চিলি ‘বিশ্বমানের’ ফুটবল উপহার দেয় বলে প্রশংসা করেন। আর এই মুহূর্তে আর্জেন্টিনা দলে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি।

“অল্প সময়ের মধ্যে আমরা খেলার একটি পন্থা পেয়ে গেছি এবং আমরা খুব ভালো অবস্থায় আছি। কিন্তু উন্নতির জায়গা আছে।”