জুয়েলের নৈপুণ্যে শিরোপা দৌড়ে ছুটছে মোহামেডান

জুয়েল রানার শেষ দিকের গোলে বিজেএমসিকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 01:09 PM
Updated : 4 July 2015, 01:35 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার বিজেএমসির বিপক্ষে মোহামেডানের জয়টি ২-১ গোলে। ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি করেন জুয়েল। দলের প্রথম গোলটি করেন ইসমাইল বাঙ্গুরা। বিজেএমসির একমাত্র গোলটি এলিটা কিংসলের।
 
এই জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
 
প্রথমার্ধে মোহামেডানের ওপর ছড়ি ঘোরায় বিজেএমসি। ৩৩তম মিনিটে গোলের সেরা সুযোগটি হারায় তারা। প্রতিপক্ষের একটি আক্রমণ মোহামেডান গোলরক্ষক রুখে দিলেও বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। বক্সের মধ্যে ফিরতি বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন জাকির হোসেন জিকু। 
 
এক মিনিট পর একইভাবে বক্সের মধ্যে আরেকটি সুযোগ হেলায় হারান বিজেএমসির এই ফরোয়ার্ড।
 
দ্বিতীয়ার্ধে মোহামেডানের গোছানো ফুটবলের জবাব দিতে আক্রমণের ধার আরও বাড়ায় বিজেএমসি। দ্রুত ফলও পায় তারা, ৭১তম মিনিটে বক্সের মধ্যে থেকে প্লেসিং শটে গোল করে বিজেএমসিকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে।
 
মোহামেডানের অরূপ বৈদ্য, জুয়েল রানাদের দুর্বল আক্রমণগুলো প্রতিপক্ষের বক্সের মধ্যেই মুখ থুবড়ে পড়তে থাকে। তবে শেষ দিকে জ্বলে ওঠে দলটি।
 
৭৯তম মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোলে সমতায় ফেরে মোহামেডান। সতীর্থের ক্রসে বাঙ্গুরার নেওয়া হেড ক্রসবারে লেগে ফিরলেও বিজেএমসি গোলরক্ষকের গায়ে লেগে বল জালে জড়ায়। 
 
৮৭তম মিনিটে বেলিঙ্গা আমাবারার কর্নারে জোরালো হেড করে পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন জুয়েল। 
 
প্রথম লেগে বিজেএমসিকে ২-০ গোলে হারিয়েছিল মোহামেডান। "