শিরোপা জিততে মরিয়া মেসি

আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে বিশ্বকে বিমোহিত করার কাজটি অনেক বছর ধরেই করে আসছে তারকায় ঠাসা আর্জেন্টিনা দল। তবে আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো শিরোপা জিততে না পারায় লিওনেল মেসিদের নিয়ে তেমন উচ্ছ্বাস নেই। এবার তাই কোপা আমেরিকার শিরোপা জিততে মরিয়া মেসি আর তার সতীর্থরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 12:17 PM
Updated : 4 July 2015, 12:17 PM

কোপা আমেরিকা শুরুর আগেই লিওনেল মেসি ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনার বড় কোনো শিরোপা জয়ের ২২ বছরের খরা কাটানোর।
এই স্বপ্ন পূরণ থেকে আর মাত্র একটি ধাপ দূরে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।
 
সান্তিয়াগোতে স্বাগতিক চিলির বিপক্ষে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় কোপা আমেরিকার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। এই ফাইনাল নিয়ে মেসি তার প্রত্যয়ের কথা তুলে ধরেন। 
 
“এই প্রজন্ম জাতীয় দলের হয়ে একটি শিরোপা জিততে মরিয়া।”
 

মেসি, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন, কার্লোস তেভেস, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাসচেরানো…ক্লাব ফুটবলে এদের একেকজনের ব্যক্তিগত অর্জনের ডালি বলতে গেলে কানায় কানায় পূর্ণ। তবে জাতীয় দলের হয়ে কেউই এখনও কিছু জিততে পারেননি। এমন সব তারকায় ঠাসা আর্জেন্টিনা দলটির শিরোপা জয় প্রাপ্য বলেই মনে করেন মেসি। 
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আগুয়েরো বিষয়টিকে দেখছেন একই দৃষ্টিকোণ থেকে। অধিনায়কের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনি বলেন, “এই প্রজন্মের খেলোয়াড়রা কিছু না জিতলে আমদের বাকি জীবন এ নিয়ে দু:খ করতে হবে।”