কিংবদন্তি হওয়ার স্বপ্ন দি মারিয়ার

কোপা আমেরিকার শিরোপা জিতে কিংবদন্তি হওয়ার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার আনহেল দি মারিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 12:02 PM
Updated : 4 July 2015, 12:02 PM

কোপা আমেরিকার শিরোপা ১৪ বার জিতেছে আর্জেন্টিনা। তবে ১৯৯৩ সালের পর আর এই শিরোপা জেতেনি তারা। এবার জিতে উরুগুয়ের সবচেয়ে বেশি কোপা আমেরিকা জয়ের (১৫বার) রেকর্ড স্পর্শ করতে চায় আর্জেন্টিনা।

নিজেদের স্বপ্ন পূরণ করা থেকে আর মাত্র এক ধাপই দূরে লিওনেল মেসি, দি মারিয়া, সের্হিও আগুয়েরোরা। সান্তিয়াগোতে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হতে যাওয়া ফাইনালে স্বাগতিক চিলিকে হারাতে পারলেই শেষ হাসিতে ভাসতে পারবে আর্জেন্টিনা।

দি মারিয়া সেই রোমাঞ্চে এখনই ভাসতে শুরু করেছেন।

“ফাইনালে ওঠাটা দারুণ গুরুত্বপূর্ণ। …আমাদের কঠিন পরিশ্রম করে যেতে হবে। কারণ, আমাদের লক্ষ্যে পৌঁছাতে এটাই প্রয়োজন। ফাইনালে ওঠাটা সহজ কিছু নয় এবং এটা করেই আমরা ইতিহাস সৃষ্টি করেছি।”

এরপর আসল লক্ষ্যের কথা বলেন দি মারিয়া।

“এখন আমরা কিংবদন্তি হতে চাই। আশা করি, এটা আমরা পারব।”