আর্জেন্টিনার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে চিলি 

কোপা আমেরিকার ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ঘাড় গুঁজে শুধু আক্রমণ সামলানোর কথাই ভাবছে না চিলি। নিজেদের আক্রমণাত্মক রূপটাই তারা দেখাবে বলে জানিয়ে দিয়েছেন দেশটির কোচ হোর্হে সামপাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 10:46 AM
Updated : 4 July 2015, 10:46 AM

এবারের কোপা আমেরিকায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এসেছে চিলি। সেমি-ফাইনালে পেরুকে ২-১ গোলের ন্যূনতম ব্যবধানে হারালেও অসাধারণ ফুটবল উপহার দেয় তারা। 
 
লিওনেল মেসি আর তার দলের বিপক্ষেও কি একই ধরনের ফুটবল খেলতে পারবে চিলি? নাকি বিশেষ কোনো পরিকল্পনা আছে? ফাইনালের আগে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে দেশটির কোচকে। 
 
সামপাওলি এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তরই দেন। 
 
"আমরা যেভাবে খেলি, খেলার সেই ধরন পরিবর্তন করব না। পুরো কোপা আমেরিকায় যে পদ্ধতি নিয়েছি, সেটাই ব্যবহার করব।" 
সামপাওলির জন্য এই ম্যাচ একটু অন্যরকমই। তাকে মুখোমুখি হতে হচ্ছে নিজ দেশ আর্জেন্টিনার বিপক্ষে। তবে এ বিষয় নিয়ে না ভেবে চিলিকে শিরোপা এনে দিতে চান তিনি। 
 
"আমি একজন আর্জেন্টাইন এবং আমার চিলির নাগরিকত্বও নেই। কিন্তু চিলিকে চ্যাম্পিয়ন করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।"
 
সান্তিয়াগোতে আর্জেন্টিনার বিপক্ষে স্বাগতিক চিলির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়।