মার্তিনোর চোখে আর্জেন্টিনার এই দল সেরা

লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন, আনহেল দি মারিয়া, কার্লোস তেভেসদের নিয়ে গড়া আর্জেন্টিনার এই দলকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলে মনে করেন কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 09:01 AM
Updated : 4 July 2015, 09:01 AM

১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের পর ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে এরপর বড় কোনো শিরোপা জেতেনি দেশটি। 
 
গত বিশ্বকাপে এই খরা কাটানোর স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনাবাসী। কিন্তু জার্মানির কাছে ফাইনালে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন ভাঙে তাদের। এবারের কোপা আমেরিকা জিতে ২২ বছরের এই খরা কাটানোর অপেক্ষায় আছে মেসিরা।
 
মেসি, আগুয়েরো, দি মারিয়াদের প্রতিভার কথা বিবেচনা করে আর্জেন্টিনার কোচ মার্তিনোও এ ব্যাপারে আশাবাদী।
 
“এটা আর্জেন্টিনার ইতিহাসের অনেক দলগুলোর মধ্যে একটা দল নয় কেবল; এটা সেরাগুলোর একটা।”
 
ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন দিয়ে নির্ধারিত হয় বলে মেসি-আগুয়েরোদের দলটিকে এখনও সেভাবে কেউ আলাদা করে দেখছেন না বলে দু:খ হয় মার্তিনোর। 

এবার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এই সুযোগটা তারা কাজে লাগাতে পারবে বলেও মনে করেন আর্জেন্টিনার কোচ। 
 
সান্তিয়াগোতে স্বাগতিক চিলির বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়। 
 
মার্তিনো আশাবাদী হলেও চিলির বিপক্ষে জয়টি সহজ হবে না বলেই মনে করেন। চিলির এই দলও তাদের ফুটবল ইতিহাসের সেরা বলে মনে করেন মার্তিনো।