‘এই আর্জেন্টিনার কাছে চিলির সুযোগ নেই’

একটা বিষয় সবারই জানা-ছন্দে থাকা আর্জেন্টিনা বিশ্বের যে কোনো রক্ষণকে উড়িয়ে দিতে পারে। প্যারাগুয়ে কোচ রামন দিয়াসের ধারণা, লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন, আনহেল দি মারিয়ারা সেমি-ফাইনালের মতো খেলতে পারলে ফাইনালে চিলির কোনো সুযোগই নেই।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 01:54 PM
Updated : 3 July 2015, 02:16 PM

কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি খেলেছিল প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে অনেকটাই ম্লান ছিলেন মেসি, দি মারিয়া, আগুয়েরোরা। তবে সেমি-ফাইনালে প্যারাগুয়েকে আবার প্রতিপক্ষ হিসেবে পেয়ে জ্বলে ওঠেন মেসি-আগুয়েরোরা। 
 
মেসির অসাধারণ পারফরম্যান্সে প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। গোল না পেলেও মেসি সতীর্থদের করা চারটি গোলে অবদান রাখেন এই ম্যাচে।
 
চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে সেমি-ফাইনালে মেসি-আগুয়েরো-দি মারিয়াদের পারফরম্যান্সের বিষয়টি সবাইকে মনে করিয়ে দেন দিয়াস।
 
“আমাদের বিপক্ষে যেমন খেলেছে, আর্জেন্টিনা যদি ওইভাবে খেলে তাহলে চিলির কোনো সুযোগ নেই।”
   
বৃহস্পতিবার কথা বলার সময় দিয়াস যোগ করেন, “তারা (আর্জেন্টিনা) বিশ্বের সেরা দল। চিলির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দ্বিতীয় পর্বে আর্জেন্টিনা যে কারও চেয়েই ভালো খেলেছে। শনিবারের বাস্তবতা কী তা দেখব আমরা।”