মেসিকে সার্বক্ষণিক পাহারা দেবে না চিলি

আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগে যে কোনো দলেরই বিশেষ একটি পরিকল্পনা বানাতে হয়-লিওনেল মেসিকে কিভাবে আটকানো যায়। কোপা আমেরিকার ফাইনাল ঘিরে চিলিও হয়ত তাই করছে। তবে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে রুখতে তাকে সার্বক্ষণিক পাহারায় রাখার কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন চিলির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 10:27 AM
Updated : 3 July 2015, 02:16 PM

মেসিকে খুব ভালো করেই জানেন তার বার্সেলোনা সতীর্থ ব্রাভো। তিনি জানেন, মেসির জন্য নির্দিষ্ট একজন খেলোয়াড়কে পাহারায় রেখেও বিশেষ কোনো ফল পাওয়া সম্ভব নয়। 
 
“মেসি তার ক্যারিয়ারে যা করেছে, সেদিকে তাকালে দেখবেন, এটা অসাধারণ। কিন্তু আমরা তার পেছনে ৯০ মিনিটের জন্য একজনকে রাখছি না।”
 
আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আরও অনেক বিশ্ব মানের খেলোয়াড় আছে বলে উল্লেখ করেন ব্রাভো। সান্তিয়াগোতে চিলির অনুশীলনের সময় তিনি বলেন, “সে (মেসি) একাই খেলছে না। পুরো আর্জেন্টিনা দল নিয়েই চিন্তা করতে হবে আমাদের, শুধু লিওকে নিয়ে নয়।”
 

মেসি ছাড়া আরও এক বার্সেলোনা সতীর্থের বিপক্ষেও খেলতে হচ্ছে ব্রাভোকে। আর ক্লাব দলের সেই সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে নিয়েও চিন্তা করছেন চিলির অধিনায়ক। 
ফাইনালে দুজন ক্লাব সতীর্থের বিপক্ষে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা হবে বলে মজাও করেন ব্রাভো। 
সান্তিয়াগোতে আর্জেন্টিনার বিপক্ষে স্বাগতিক চিলির ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়।