আর্জেন্টিনার বিষয়ে চিলিকে প্যারাগুয়ের সতর্কবার্তা

ছন্দে থাকা আর্জেন্টিনা কী করতে পারে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে এটা ভালো করেই টের পেয়েছে প্যারাগুয়ে। ৬-১ গোলে উড়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে চিলিকে সতর্ক করে দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 01:20 PM
Updated : 2 July 2015, 01:20 PM

সান্তিয়াগোতে আগামী শনিবার এবারের কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। 
 
লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন, আনহেল দি মারিয়া আর কার্লোস তেভেসরা মাঠে জায়গা পেলে কী করতে পারেন সেই বিষয়ে কথা বলেন প্যারাগুয়ের স্ট্রাইকার লুকাস বারিওস।  
 
"চিলিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ, আমরা জানি, আর্জেন্টিনাকে আক্রমণ করতে গেলে আমাদের যা হয়েছে তোমাদেরও তাই হতে পারে।" 
 
আর্জেন্টিনাকে আক্রমণ করতে গেলে চিলি উল্টো ঝামেলায় পড়ে যাবে বলে মনে করেন বারিওস। এমনটা হলে চিলির অরক্ষিত রক্ষণ আর্জেন্টিনার পাল্টা আক্রমণ আর ঠেকাতে পারবে না বলেই ধারণা তার।  
 

ফাইনালে দুই দলের জমজমাট এক লড়াই দেখা যাবে বলেই উল্লেখ করেন বারিওস। 
"অসাধারণ সব খেলোয়াড় নিয়ে দারুণ এক দল চিলি…কিন্তু আর্জেন্টিনা ফেভারিট। নিশ্চিত করে অসাধারণ এক ফাইনাল হবে।" 
আর্জেন্টিনা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ঠেকানো মুশকিল বলে মনে করেন প্যারাগুয়ের কোচ রামন দিয়াস। 
"চিলি দারুণ এক দল, কিন্তু এই আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলা অনেক কঠিন।