রিভালদোর কাছে এই ব্রাজিল ‘কুৎসিত’

ব্রাজিলের বর্তমান দলটিকে ‘কুৎসিত’ বলে আখ্যা দিয়েছেন রিভালদো। দেশটির সাবেক স্ট্রাইকার কোচ দুঙ্গাকে তার দল নির্বাচন পদ্ধতি পুনর্বিবেচনা করার পরামর্শও দিয়েছেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 11:57 AM
Updated : 2 July 2015, 11:57 AM

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকেই ছিটকে পড়ে ব্রাজিল। এরপর সাবেকদের অনেকেই অনেক সমালোচনা করেন। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদো প্রশ্ন তোলেন দুঙ্গার দল নির্বাচন নিয়ে। 
 
সংযুক্ত আরব আমিরাতে খেলা এভারতন রিবেইরো ও চীনে খেলা দিয়েগো তারদেল্লির মতো খেলোয়াড়দের দলে ডাকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। 
 
অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে নিজের পাতায় রিভালদো বিষয়টি নিয়ে মুখ খোলেন। 
 
“ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের ১৩ বছর হলো মঙ্গলবার। মুহূর্তটি আমি কখনো ভুলব না। কিন্তু এখন মনে হয় যে কোনো খেলোয়াড়ই জাতীয় দলে ডাক পেতে পারে।”
 

নিজের একটি তিক্ত অভিজ্ঞতার কথাও লেখেন ৪৩ বছর বয়সী রিভালদো। 
“আমি ২০০৬ সালের কথা মনে করতে পারি। আমাকে বিশ্বকাপের দলে ডাকা হয়নি। কারণ, আমি গ্রিসের ক্লাব ফুটবলে খেলছিলাম।”
এখন বিষয়টি অন্যরকম হয়ে গেছে বলে উল্লেখ করেন ব্রাজিলের হয়ে ৭৪টি ম্যাচ খেলে ৩৫ গোল করা রিভালদো।
“আমি চুপ থাকতেই পছন্দ করি এবং কিছু বলি না। কিন্তু এবার আর চুপ থাকতে পারলাম না আমি। কারণ, বিষয়গুলো এখন সত্যি কুৎসিত।”