প্যারিস ও লুজানে দৌড়াবেন না বোল্ট

চোটের কারণে এই মৌসুমে উসাইন বোল্টের ভোগান্তি আরও বাড়ল। পায়ের চোটে প্যারিস ও লুজানে ডায়মন্ড লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জ্যামাইকার এই গতিমানব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 11:56 AM
Updated : 1 July 2015, 11:56 AM

আগামী শনিবার প্যারিসে এবং পরের বৃহস্পতিবার লুজানে দৌড়ানোর কথা ছিল বোল্টের। এক জায়গায় ১০০ মিটার এবং অন্য জায়গায় ২০০ মিটারের ইভেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা ছিল তার।

এই দুই জায়গার ইভেন্টে অংশ নিতে না পারায় হতাশ বোল্ট বলেন, "এই ইভেন্টগুলোতে দৌড়াতে আমি ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমি লড়াই করার মতো শতভাগ সুস্থ নই।"

নিজের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে, যত দ্রুত সম্ভব অনুশীলনে ফেরার আশা প্রকাশ করেন বোল্ট।

গত বৃহস্পতিবার ১০০ মিটারের জ্যামাইকান ট্রায়াল থেকেও নিজেকে সরিয়ে নেন অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৪ বারের চ্যাম্পিয়ন বোল্ট।

২৮ বছর বয়সী বোল্ট এই মৌসুমের শুরু থেকেই ছন্দে ফিরতে লড়াই করছেন। এই মৌসুমে ১০০ মিটারে তার সেরা টাইমিং ১০.১২ সেকেন্ড এবং ২০০ মিটারে তার সেরা টাইমিং ২০.১৩ সেকেন্ড। এই দুই ইভেন্টেই বিশ্ব রেকর্ডের মালিক তিনি।

২০০৯ সালে বার্লিনে ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ডের দৌড় শেষ করেন বোল্ট। একই আসরের ২০০ মিটার স্প্রিন্টে ১৯ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।