ফাইনালে গোল পাওয়ার আশা মেসির

এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার পাঁচ ম্যাচে দশ গোলের মধ্যে লিওনেল মেসি পেয়েছেন মাত্র একটি। তবে এই গোল-খরা নিয়ে একদমই উদ্বিগ্ন নন দেশটির অধিনায়ক। বার্সেলোনা ফরোয়ার্ডের আশা, ফাইনালেই গোল পাবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 11:38 AM
Updated : 1 July 2015, 12:55 PM

চিলির কনসেপসিওনে বাংলাদেশ সময় বুধবার ভোরে সেমি-ফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলে হারায় আর্জেন্টিনা। গোল না পেলেও আর্জেন্টিনার বড় জয়ে মূল ভূমিকা রাখেন মেসিই। সতীর্থদের চারটি গোলে অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে মেসির গোল না পাওয়া নিয়ে গুঞ্জন ওঠে। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন নয় উল্লেখ করে একটি আশার কথা বলেন।

"গোল করছি না, এটা সত্যি আমাকে দুশ্চিন্তায় ফেলছে না। আশা করছি, আমার গোল ফাইনালে আসবে।"

গত বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। এবার শিরোপা জিতেই বাড়ি ফিরতে চান আর্জেন্টিনার অধিনায়ক।

"কোপা আমেরিকা জেতাটা হবে অসাধারণ। আমি মনে করি, দারুণ অবস্থায় থেকে ম্যাচটি খেলতে যাচ্ছি আমরা।"