'মেসির গোলের কি দরকার'

ফাইনালে ওঠার আনন্দে উদ্বেল আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনোর দলের সেরা তারকা লিওনেল মেসির গোল না পাওয়া নিয়ে কোনো ভাবনা নেই। প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়া ম্যাচটির মতো ফাইনালেও মেসি গোল করানোর কাজটা ঠিকঠাকভাবে করতে পারলেই খুশি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 08:51 AM
Updated : 1 July 2015, 10:13 AM

চিলির কনসেপসিওনে বাংলাদেশ সময় বুধবার ভোরে সেমি-ফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের সেরা খেলোয়াড় মেসি চারটি গোলে অবদান রাখেন।

এবারের কোপা আমেরিকার সেমি-ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা পাঁচ ম্যাচে দশ গোল পায়। এর মধ্যে একটি গোলই শুধু করেন মেসি। তবে এ নিয়ে মার্তিনো মোটেই চিন্তিত নন।

"তার খুশি হতে দলের গোল স্কোরার হওয়ার প্রয়োজন নেই।"

আর্জেন্টিনা দলে মেসির আসল ভূমিকা প্লেমেকারের। প্যারাগুয়ের বিপক্ষে সেমি-ফাইনালে নিজের এই দায়িত্বটা দারুণভাবে পালন করেন বার্সেলোনা ফরোয়ার্ড। ম্যাচের ভাগ্য আর্জেন্টিনার পক্ষে গড়ে দেওয়া মেসিকে নিয়ে উচ্ছ্বসিত মার্তিনো।

"মেসি যদি পাস দেয় এবং সেটা গোলে পরিণত হয়, তাহলে কোনো সমস্যা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে ম্যাচের চাহিদা অনুযায়ী সাড়া দেয়। তাকে দেখে আমার উদ্বিগ্ন মনে হয় না। সে খুশি এবং তার কোনো সমস্যা নেই।"

মেসির সঙ্গে হাভিয়ের পাস্তোরেরও প্রশংসা করেন আর্জেন্টিনা কোচ।

"দারুণ একটি ম্যাচ খেলেছে সে। মাঝমাঠে সে তার ভূমিকা নিয়ে পরিষ্কার ছিল। সে ভালো দক্ষতা দেখিয়েছে।"