নেদারল্যান্ডসের কোচের পদ ছাড়লেন হিডিঙ্ক  

নেদারল্যান্ডসের কোচ হিসেবে যোগ দেওয়ার ১০ মাস পরেই দায়িত্ব ছাড়লেন গাস হিডিঙ্ক। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 01:52 PM
Updated : 30 June 2015, 01:52 PM

গত অগাস্টে দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডসের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হিডিঙ্ক। জাতীয় দলের কোচ হিসেবে ২০১৬ সালের ইউরো পর্যন্ত চুক্তি ছিল তার।
 
দারুণ কিছুর প্রত্যাশায় স্বদেশের কোচ হিসেবে যোগ দিলেও পথচলাটা মোটেও সুখকর ছিল না হিডিঙ্কের। তার অধীনে এই সময়ে নেদারল্যান্ডস ১০ ম্যাচ খেলে পাঁচটিতেই হারে আর চারটিতে জিতে।
 
এই হতাশাজনক পারফরম্যান্সের কারণে ইউরোর বাছাইপর্বে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে নেমে গেছে নেদারল্যান্ডস। গ্রুপের শীর্ষে থাকা আইসল্যান্ডের চেয়ে ৫ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে গত বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি।