প্যারাগুয়েকে এড়াতে চেয়েছিলেন আর্জেন্টিনা কোচ

যাদের সঙ্গে ড্র করে কোপা আমেরিকায় বাজে শুরু করেছিল আর্জেন্টিনা, ফাইনালে ওঠার লড়াইয়ে সেই প্যারাগুয়েকে পেয়েছে জেরার্দো মার্তিনোর দল। আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে প্যারাগুয়েকে এড়াতে চেয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 12:03 PM
Updated : 30 June 2015, 12:03 PM

প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র করে তারা।
 
সেই ম্যাচে প্রতিপক্ষের লড়াকু মানসিকতা নয়, পুরনো স্মৃতির কারণেই প্যারাগুয়েকে এড়াতে চেয়েছিলেন বলে সেমি-ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে মার্তিনো জানান।
 
"আমাদের অনেক বিষয় একরকম, অনেক আবেগ জড়িত। তাদের সঙ্গে অনেক দিন আমি কাজ করেছি, আমরা একটা প্রক্রিয়া শুরু করে শেষ করেছি..বিশ্বকাপ ও কোপা আমেরিকার।”
 
“(প্যারাগুয়ের) এই দলের অনেক খেলোয়াড়কে আমি অনুশীলন করিয়েছি। আর তারা আমাকে কোচ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। আমার ক্যারিয়ারে তাদের অনেক প্রভাব আছে," যোগ করেন মার্তিনো। 
 
২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত প্যারাগুয়ের কোচ ছিলেন মার্তিনো। তাই পুরনো দলের বিপক্ষে পরিকল্পনা সাজানোর ইচ্ছা ছিল না তার।
 
আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।