পেরুকে হারিয়ে ফাইনালে চিলি

স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগোলো চিলি। এদুয়ার্দো ভার্গাসের জোড়া গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 03:16 AM
Updated : 30 June 2015, 03:16 AM

রাজধানী সান্তিয়াগোতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সেমি-ফাইনালের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলে পেরু। ম্যাচের ২০ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন পেরুর ডিভেন্ডার কার্লোস সামব্রানো। তবে এর আগে সামব্রানোর মুখে মুখে হাত দিয়ে আঘাত করেও শাস্তি পাওয়া থেকে বেঁচে গিয়েছিলেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।

৪২তম মিনিটে আলেক্সিস সানচেসের ক্রস পোস্টে লেগে ফেরত এলে তা জালে ঢুকিয়ে দেন ভার্গাস। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায় অফসাইডে ছিলেন তিনি।

৬০তম মিনিটে চিলির গারি মেদেলের আত্মঘাতী গোলে সমতায় ফেলে পেরু। কিন্তু চার মিনিট পরেই ২৫ গজ দূর থেকে জোরাল শটে চিলিকে এগিয়ে নেন ভার্গাস।

কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে কখনই শিরোপা জিততে না পারা চিলি ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যে বিজয়ী দলের সঙ্গে।