চেলসি ছেড়ে আর্সেনালে গোলরক্ষক চেক

চেলসির সঙ্গে এক দশকের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে আর্সেনালে পাড়ি জমালেন পিয়েতর চেক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 04:33 PM
Updated : 29 June 2015, 04:33 PM

এক কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ৪ বছরের চুক্তিতে আর্সেনালে যোগ দিয়েছেন চেক।
 
২০০৪ সালে চেলসিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে চারশর বেশি ম্যাচ খেলেছেন চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক। তবে গত মৌসুমে লিগে মাত্র ৬টি ম্যাচ খেলেন তিনি।  
 
বেলজিয়ামের গোলরক্ষক থিবো করতোয়ার কাছে গত মৌসুমে নিয়মিত প্রথম একাদশে জায়গা হারান চেক।
 
চেলসির সমর্থকদের প্রতি লেখা এক চিঠিতে ৩৩ বছর বয়সী চেক জানান, এখান থেকেই তার অবসর নেওয়ার ইচ্ছা ছিল।
 
জীবনে সবকিছু ইচ্ছেমতো হয় না উল্লেখ করে চেক বলেন, “গত গ্রীষ্মে বিষয়টা পাল্টে গেছে এবং আমি বুঝেছি, এখানে আমি আর প্রথম পছন্দের গোলরক্ষক নই।”
 
চেলসির হয়ে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি প্রিমিয়ার লিগসহ মোট ১৩টি শিরোপা জিতেছেন চেক।