এবার মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি ঠিকঠাক সেরে নিতে মালয়েশিয়ার সঙ্গে এবার প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 02:39 PM
Updated : 29 June 2015, 02:39 PM

মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার বিষয় নিয়ে ক’দিন ধরেই আলোচনা চলছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামী ২৯ অগাস্ট মালয়েশিয়ার সঙ্গে কুয়ালালামপুরে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে নিজেদের গ্রুপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আগের দুটি ম্যাচ নিজেদের মাঠে খেলা মামুনুলরা এবার খেলবে প্রতিপক্ষের মাঠে।

নিজেদের মাঠে কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলার আগে প্রস্তুতির জন্য আফগানিস্তান ও সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া বাংলাদেশ পরের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে।