২০০ মিটারের পঞ্চম দ্রুততম গ্যাটলিন

আগামী অগাস্টে হতে যাওয়া অ্যাথলেটিক্স চাম্পিয়নশিপে উসাইন বোল্টকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে তিনি জিতেছেন ইভেন্টটির ইতিহাসে পঞ্চম দ্রুততম স্প্রিন্টার হিসেবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 08:31 AM
Updated : 29 June 2015, 08:31 AM

ডোপিংয়ের কারণে দুবার নিষেধাজ্ঞা কাটানো ৩৩ বছর বয়সী গ্যাটলিন রোববার ওরেগনে দৌড় শেষ করতে সময় নেন ১৯ দশমিক ৫৭ সেকেন্ড।

২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক জ্যামাইকার উসাইন বোল্ট ২০০৯ সালে বার্লিনে দৌড় শেষ করতে ১৯ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়েছিলেন।

১০০ মিটারেও বছরের সেরা টাইমিং করেন গ্যাটলিন। দোহায় এ ইভেন্টে নিজের সেরা টাইমিং করতে তিনি সময় নিয়েছিলেন ৯ দশমিক ৭৪ সেকেন্ড।

আগামী অগাস্টে বেইজিংয়ে বিশ্ব অ্যাথেলিটকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে মুখোমুখি হবেন দুই ইভেন্টেই বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট আর এ বছরের সেরা গ্যাটলিন।     

২০০ মিটারের দ্রুততম স্প্রিন্টাররা :

স্প্রিন্টার

টাইমিং

উসাইন বোল্ট

১৯.১৯ সেকেন্ড

ইয়োহান ব্লেক

১৯.২৬ সেকেন্ড

মাইকেল জনসন

১৯.৩২ সেকেন্ড

ওয়াল্টার ডিক্স

১৯.৫৩ সেকেন্ড

জাস্টিন গ্যাটলিন

১৯.৫৭ সেকেন্ড