প্যারাগুয়ের পাল্টা আক্রমণ নিয়ে চিন্তিত ব্রাজিল

কোপা আমেরিকার চলতি আসরে পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলা প্যারাগুয়েকে নিয়ে চিন্তিত ব্রাজিল। প্রতিপক্ষের এই কৌশল নিয়ে সজাগ থাকতে হবে বলেও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার ফেলিপে লুইস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 01:08 PM
Updated : 27 June 2015, 02:05 PM

চিলিতে রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। সেমি-ফাইনালে ওঠার লড়াই সামনে রেখে প্রতিপক্ষের কৌশল নিয়ে নিজের দুর্ভাবনার কথা জানান লুইস।

“তারা রক্ষণে ভালো এবং প্রতি-আক্রমণ থেকে জিততে চায়। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে; তারা যেন পাল্টা আক্রমণের সময় আমাদের চেয়ে সংখ্যায় বেশি না হয়ে যায়।”

কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মাত্র তিন গোল খেয়েছে পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলা প্যারাগুয়ে। কোপার গত আসরেও কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়েছিল তারা।

সেই ম্যাচের কথা অবশ্য মনে রাখছেন না লুইস। চেলসির এই ডিফেন্ডার বলেন, “আপনি এ দুই ম্যাচের ‍তুলনা করতে পারেন না। আগামীকালের ম্যাচটি আলাদা একটা ম্যাচ; ভিন্ন পরিস্থিতির কারণে একেবারেই আলাদা।”