নেইমারের অনুপস্থিতি নিয়ে ভাবছে না কোনো দলই

ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচে নেইমারের না থাকা নিয়ে ফুটবল বিশ্বের অনেকেই হতাশ। তবে ব্রাজিলের তারকার অনুপস্থিতি দুই দলের কারোর কাছেই খুব একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়নি। সতীর্থরা নেইমারের জন্য আফসোস করছে না। আর প্যারাগুয়েও এটাকে খুব বেশি সুবিধা হিসেবে দেখছে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 01:06 PM
Updated : 27 June 2015, 02:05 PM

চিলির কনসেপসিওনে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায় প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলতে নামবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই নেইমারকে হারিয়ে অনেকটা বিপদে পড়েছে ব্রাজিল।

কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন নেইমার। এ কারণে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন বার্সেলোনা ফরোয়ার্ডকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করলে কোপা আমেরিকা শেষ হয়ে যায় তার।

দেশের মাটিতে গত বিশ্বকাপে নেইমারবিহীন ব্রাজিল সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের কাছে হারে তারা।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে-নেইমারবিহীন ব্রাজিল কতটা কি করতে পারবে?

এই প্রশ্নের উত্তরে ব্রাজিলে ডিফেন্ডার ফিলিপে লুইস বলেন, “নেইমার শাস্তি পেয়েছে এবং তার ভুল থেকে শিক্ষা নিয়েছে।”

নেইমার না থাকায় খুব একটা উচ্ছ্বাস দেখাননি প্যারাগুয়ে কোচ রামন দিয়াসও।

“অসাধারণ খেলোয়াড়দের নিয়ে দারুণ দল তারা। নেইমারের না থাকাটা দু:খজনক। তার মতো খেলোয়াড়ের অনুপস্থিতি চোখে পড়ার মতো”

নেইমারকে ছাড়াই অবশ্য গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারায় ব্রাজিল।