চাপের কথা উড়িয়ে দিলেন দুঙ্গা

ঘরের মাঠে কাটানো বাজে একটা বিশ্বকাপের স্মৃতি মোছার মিশন নিয়ে কোপা আমেরিকায় আসা ব্রাজিলের ওপর অনেক চাপ আছে বলে মনে করেন অনেকেই। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে দেশটির কোচ দুঙ্গা বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 12:48 PM
Updated : 27 June 2015, 02:05 PM

এই চাপ যে ব্রাজিলের জন্য কিছু নয় তা বোঝাতে অতীত ব্যর্থতার ইতিহাস সামনে তুলে আনেন দুঙ্গা। উদাহরণ হিসেবে দাঁড় করান পেলে, গারিঞ্চাদের আমল থেকে শুরু করে জিকো, সক্রেটিস হয়ে রোনালদোদের যুগেও কোপা আমেরিকা জিততে না পারার কথা।

“ব্রাজিল ৪০ বছর কোপা আমেরিকার শিরোপাহীন ছিল (১৯৪৯ ও ১৯৮৯ সালের মধ্যে)। আর এই সময়ে আমাদের অসাধারণ সব খেলোয়াড় ছিল।”

সমালোচনা আর চাপ সবসময়ই থাকবে বলে মনে করেন দুঙ্গা। আর এ কারণে মানুষের কথায় কান না দিয়ে নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে চান তিনি।

“আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, এমনকি জিতলেও। … আমরা শুধু জয়ের প্রস্তুতিই নিচ্ছি এবং শুধু নিজেদের নিয়েই মগ্ন।”

চিলির কনসেপসিওনে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায় প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলতে নামবে ব্রাজিল।