বন্ধু দুঙ্গা এখন প্যারাগুয়ে কোচের ‘শত্রু’

ব্রাজিল কোচ দুঙ্গার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রামন দিয়াসের। কিন্তু কোয়ার্টার-ফাইনালে দুই দলের লড়াইয়ের আগে এই বন্ধুত্ব দূরে সরিয়ে রাখছেন প্যারাগুয়ে কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 12:24 PM
Updated : 27 June 2015, 02:06 PM

দিয়াস আর দুঙ্গা একই সময়ে ইতালির সেরি আতে খেলেছেন। একই সময়ে না হলেও দুজনেই তাদের ক্যারিয়ারের শেষ দিকে জাপানের পাড়ি জমিয়েছিলেন।
 
চিলির কনসেপসিওনে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায় কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হওয়ার আগে পুরানো সেই দিনের কথা সামনে তুলে আনেন দিয়াস। 
 
“আমরা এক সঙ্গে অনেকবার খেতে বেরিয়েছি এবং আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল।”
 
বন্ধু দুঙ্গার অনেক প্রশংসাও করেন দিয়াস। ব্রাজিল দলটিকে তিনি অনেকটাই পাল্টে দিয়েছেন বলেও মনে করেন প্যারাগুয়ে কোচ। কিন্তু এই প্রশংসা আর বন্ধুত্বকে আপাতত বিদায়ও বলে দেন দিয়াস। 
 
“এটা অনেক গুরুত্বপূর্ণ (ম্যাচ)। গোটা দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়ার মানে এই খেলোয়াড়গুলোর ভবিষ্যৎ এটা। (সেমি-ফাইনালে যেতে) যা চেষ্টা করতে পারি, আমরা তার সর্বস্ব দিতে যাচ্ছি। আমরা এগিয়ে যেতে চাই এবং এটা আমাদের ফাইনাল।”
 
প্যারাগুয়ে তাদের সেরা ফর্মে আছে বলে মনে করেন দিয়াস। আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করেন তিনি।