বলিভিয়াকে হারিয়ে শেষ চারে পেরু

পাওলো গের্রেরোর হ্যাটট্রিকে বলিভিয়াকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠেছে পেরু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2015, 06:54 AM
Updated : 26 June 2015, 06:54 AM

চিলির তেমুকোতে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে পেরুর পাওয়া জয়টি ৩-১ গোলে। 
 
ম্যাচের শুরু থেকেই অসাধারণ ফুটবল উপহার দেয় ২০১১ সালের কোপা আমেরিকার সেমি-ফাইনালে খেলা পেরু। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়া পেরুর গোল পেতে অবশ্য ২০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। 
 
তিন মিনিটের মধ্যে দুটি গোল করে প্রথমার্ধেই ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে দেন গের্রেরো। হুয়ান ভারহাসের ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেওয়া গোলটি ২০তম মিনিটে করেন তিনি। ২৩তম মিনিটে একটি প্রতিআক্রমণ থেকে ব্যবধান দ্বিগুন করেন পেরুর স্ট্রাইকার। 
 
গের্রেরো তার তৃতীয় গোলটি পান বলিভিয়ার মিডফিল্ডার দানি বেহারানোর একটি ভুলের কারণে। বেহারানোর ভুল পাসের সুযোগ নিয়ে ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 
 
৮৪তম মিনিটে পেনাল্টি থেকে বলিভিয়ার পক্ষে একটি গোল শোধ দেন মার্সেলো মরেনো। 
 
শেষ চারে পেরুর প্রতিপক্ষ চিলি। আগের দিন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে স্বাগতিকরা।