লিভারপুলে ব্রাজিলের ফিরমিনো

জার্মানির ক্লাব হফেনহাইমের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্ত ফিরমিনোকে দলে টেনেছে লিভারপুল। এ জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবটির খরচ হচ্ছে দুই কোটি নব্বই লাখ পাউন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2015, 09:52 AM
Updated : 24 June 2015, 09:52 AM

ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা খেলার কারণে বর্তমানে চিলিতে আছেন ফিরমিনো। নেইমারের অনুপস্থিতিতে পাওয়া সুযোগটাও ভালোভাবে কাজে লাগাচ্ছেন তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের পাওয়া ২-১ ব্যবধানের জয়ে এক গোল করেন ফিরমিনো। বিবিসি জানায়, চিলি থেকে ফেরার পর মেডিকেল পরীক্ষা হবে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

ফিরমিনো হচ্ছেন লিভারপুলের দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলার। ২০১১ সালে নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্ডি ক্যারলকে অ্যানফিল্ডে আনতে সাড়ে তিন কোটি পাউন্ড ব্যয় করেছিল ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।

লুইস সুয়ারেস বার্সেলোনায় পাড়ি জমানোয় লিভারপুলের একজন ফরোয়ার্ডের দরকার ছিল। সে দরকার মেটাতেই ফিরমিনোকে নিয়েছে তারা। হফেনহাইমের হয়ে ১৫১ ম্যাচে ৪৭ গোল করা এই তরুণের লিভারপুলের প্রত্যাশা পূরণের সামর্থ্য আছে।