লা লিগার সেরা একাদশে বার্সারই ৬ জন

স্পেনের লা লিগার মৌসুম-সেরা একাদশে সুযোগ পেয়েছেন লিওনেল মেসিসহ বার্সেলোনার ছয় খেলোয়াড়। আর এই দলে রিয়াল মাদ্রিদ থেকে জায়গা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোসহ দুই জনের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2015, 07:19 AM
Updated : 16 June 2015, 07:19 AM

২০১৪-১৫ মৌসুমের সেরা একাদশ বাছাই করে স্পেনের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি)। 

এই দলের গোল আগলানোর জন্য আছেন বার্সেলোনার গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। 
 
রক্ষণের চারজনের মধ্যে তিনজনই বার্সেলোনার। ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে আছে স্পেনের রক্ষণ-জুটি জেরার্দ পিকে ও জর্দি আলবা। এই দলে সুযোগ পাওয়া আরেক জন ভালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।   
 
মৌসুম সেরা দলের তিন মিডফিল্ডারের মধ্যে ইভান রাকিতিচ সুযোগ পেয়েছেন বার্সেলোনা থেকে। ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেস ও সেভিয়ার পোলিশ খেলোয়াড় জেগোস ক্রিখোগিয়াক।   
 
আক্রমণভাগে বার্সেলোনার ত্রয়ীর মধ্যে আছেন কেবল মেসি। জায়গা পাননি লুইস সুয়ারেস ও নেইমার। মেসির সঙ্গে আক্রমণের দায়িত্বে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো ও আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমান। 
 
এলএফপি মৌসুম সেরা দলের কোচ হিসেবে রেখেছে বার্সেলোনাকে ‘ট্রেবল’ জেতানো লুইস এনরিকেকে।