ইউভেন্তুসেই ভালো আছেন মোরাতা

আলভারো মোরাতার রিয়াল মাদ্রিদে ফেরা নিয়ে গণমাধ্যমে খবর বের হলেও তেমন কোনো সম্ভাবনা দেখছেন না স্প্যানিশ এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2015, 01:49 PM
Updated : 9 June 2015, 01:49 PM

মোরাতা জানিয়েছেন, ইউভেন্তুসে সুখেই আছেন তিনি। গত মৌসুমে ক্লাবটিকে ইতালির লিগ ও কাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
 
২০০৮-১০ পর্যন্ত রিয়ালের যুব দলে এবং ২০১০ থেকে চার বছর রিয়াল ‘বি’ ও ক্লাবটির মূল দলে খেলার পর গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেন মোরাতা।
 
ইতালির ক্লাবটির হয়ে পুরো মৌসুমে মোট ১৫ গোল করা মোরাতা শেষ দিকে জ্বলে ওঠেন। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে রিয়ালের বিপক্ষে দুই লেগেই গোল করার পর ফাইনালেও বার্সেলোনার জালে বল পাঠান তিনি। 
 
শেষ পর্যন্ত দলকে ইউরোপ সেরা করতে না পারলেও বড় মঞ্চে গোল করার ক্ষমতার কারণেই হয়তো মোরাতাকে ফিরিয়ে আনার কথা ভাবছিলেন রিয়ালের নতুন কোচ রাফায়েল বেনিতেস। 
 
২ কোটি ইউরোর বিনিময়ে মোরাতার ইউভেন্তুসে যোগ দেওয়ার চুক্তির একটা অংশ ছিল, রিয়াল চাইলে এই স্ট্রাইকারকে আবার কিনতে পারবে। কিন্তু মোরাতা জানালেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরার বিষয়ে কিছুই ভাবছেন না তিনি।
 
“মাদ্রিদে কেউই আমাকে কিছু বলেনি। একমাত্র আমার দাদি আমার ফেরার বিষয়ে বলেন। ইতালিতে আমার খুব ভালো একটা বছর কেটেছে এবং ইউভেন্তুসকে আমি আরও বেশি দিতে চাই। ইউভেন্তুসে আমি সুখে আছি।”