‘জীবনের সেরা গোল’ করার উচ্ছ্বাস রাকিতিচের

ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনাকে শুরুতেই এগিয়ে দেওয়া গোলটিকে জীবনের সেরা বলে উল্লেখ করেছেন ইভান রাকিতিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2015, 06:59 AM
Updated : 7 June 2015, 12:40 PM

শনিবার বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতে বার্সেলোনা। 
 
রোমাঞ্চকর ম্যাচটিতে চতুর্থ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন রাকিতিচ। ম্যাচ শেষে গোলটি নিয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। 
 
“এটা অসাধারণ এক ম্যাচ ছিল। … ওটা সম্ভবত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল ছিল।”
 
রাকিতিচের গোলটি দ্বিতীয়ার্ধে শোধ করেন ইউভেন্তুসের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। তবে ৬৮তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে আবার এগিয়ে যায় বার্সেলোনা। আর নেইমারের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয় কাতালুনিয়ার ক্লাবটির। 
 
সব মিলিয়ে ম্যাচটি মোটেই সহজ ছিল না বলে মনে করেন রাকিতিচ। 
 
“এটা ফাইনাল। এটা স্বাভাবিক যে, আমাদের ভুগতে হতো। সমতা আনার পর তারা ম্যাচে ফিরেছিল”
 
ক্যারিয়ারের কঠিন সময়েও স্ত্রী ও মেয়ের কাছ থেকে সমর্থন পেয়ে গেছেন বলে জানান রাকিতিচ। জয়টি তাই প্রিয় এই দুই জনকেই উৎসর্গ করেছেন বার্সেলোনার মিডফিল্ডার।