শেষ আট থেকে ফেদেরারের বিদায়

ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেছেন রজার ফেদেরার। ফলে এককের ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকার দ্বিতীয়বারের মতো ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 06:26 PM
Updated : 2 June 2015, 06:26 PM

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বদেশী স্তানিস্লাস ভাভরিঙ্কার কাছে ৬-৪, ৬-৩, ৭-৬ গেমে হারেন ফেদেরার। গ্র্যান্ড স্ল্যামের কোনো আসরে ফেদেরারের বিপক্ষে ভাভরিঙ্কার এটাই প্রথম জয়। দুজনের মধ্যের আগের খেলা চার ম্যাচের সবগুলোতেই জিতেছিলেন ফেদেরার।
 
দ্বিতীয় বাছাই হিসেবে ফরাসি ওপেন শুরু করা ফেদেরার ২০০৯ সালে প্রতিযোগিতাটিতে প্রথম এবং একমাত্র শিরোপা জিতেছিলেন।
 

টুর্নামেন্টে মেয়েদের এককের সেমি-ফাইনালে উঠেছেন আনা ইভানোভিচ ও লুসি সাফারোভা। সপ্তম বাছাই হিসেবে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামা সার্বিয়ার তারকা ইভানোভিচ ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠেন।
আর কোয়ার্টার-ফাইনালে চেক প্রজাতন্ত্রের গারবিনে মুগুরুজাকে ৭-৬, ৬-৩ গেমে হারান সাফারোভা। শেষ চারে ২০০৮ সালের ফরাসি ওপেন জয়ী করা ইভানোভিচের বিপক্ষে খেলবেন তিনি।