মেসিকে রোখা প্রায় অসম্ভব: আল্লেগ্রি

গত শনিবার কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লিওনেল মেসির প্রথম গোলটি দেখে একটি বিষয়ই মনে হয়েছে ইউভেন্তুসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির-পাহারা দিয়েও লিওনেল মেসিকে রোখা প্রায় অসম্ভব। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 09:05 AM
Updated : 2 June 2015, 01:28 PM

আগামী শনিবার বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে আল্লেগ্রির ইউভেন্তুস। এর আগে সোমবার তুরিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আল্লেগ্রি। 
 
মেসি, লুইস সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণভাগকে কিভাবে রুখবে ইউভেন্তুস? বিশেষ করে আসে মেসিকে রোখার প্রসঙ্গ।
 
“মেসি যখন এগোয় তখন তাকে ম্যান টু ম্যান মার্কিং করে রোখা বাস্তবিক অর্থে অসম্ভব।”
বিলবাওয়ের বিপক্ষে মেসির গোলটিকে অসাধারণ উল্লেখ করে বার্সেলোনার পুরো আক্রমণভাগেরই প্রশংসা করেন আল্লেগ্রি। 
 
“আমরা মেসি, নেইমার ও সুয়ারেসের মান সম্পর্কে সচেতন এবং বিশেষ করে ইনিয়েস্তার মান নিয়েও।”