ফুটবলের উন্নয়নে ২০ কোটি টাকা পেল বাফুফে

ফুটবলের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অর্থ মন্ত্রণালয়। তাদের কাছ থেকে ২০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2015, 04:02 PM
Updated : 2 June 2015, 05:02 AM

সোমবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার।
 
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বাকি টাকা কিস্তিতে পাওয়া যাবে। প্রতিশ্রুত ২০ কোটি টাকার মধ্যে বেসরকারি ব্যাংকগুলো ১৪ কোটি, রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলো ৪ কোটি এবং অর্থ মন্ত্রণালয় ২ কোটি টাকা দিচ্ছে।
 
এই অর্থ জাতীয় দলের ক্যাম্প, আন্তর্জাতিক ম্যাচ, কোচের বেতন-ভাতা, একাডেমি পরিচালনা এবং মহিলা ও বয়সভিত্তিক দলগুলোর উন্নয়নে ব্যয় করা হবে।