শেষ আটেই মুখোমুখি নাদাল-জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার-ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছেন আসরের সবচেয়ে সফল তারকা রাফায়েল নাদাল ও বর্তমানে র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় নোভাক জোকোভিচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2015, 01:35 PM
Updated : 1 June 2015, 06:38 PM

সার্বিয়ার তারকা জোকোভিচ ৬-১, ৬-২, ৬-৩ গেমে ফ্রান্সের রিচার্ড গাসকেকে হারিয়ে শেষ আটে ওঠেন। আর এখানে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা নাদাল ৬-৩, ৬-১, ৫-৭, ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের খেলোয়াড় জ্যাক সককে।
 
প্রতিযোগিতার শেষ আটে আরও উঠেছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।
 
স্কটিশ তারকা মারে সোমবার শেষ ষোলোর ম্যাচে ৬-৪, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারান ফরাসি খেলোয়াড় জেরেমি চার্ডিকে।

আর ঘরের ছেলে গায়েল মঁফিসকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে হারান ফেদেরার। কোয়ার্টার-ফাইনালে তার প্রতিপক্ষ স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কা।
 
কিন্তু মেয়েদের এককে ঘটে গেছে বড় অঘটন; চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। 
 
মহিলা এককে দ্বিতীয় বাছাই রাশিয়ার শারাপোভা হারেন চেক প্রজাতন্ত্রের লুসিয়ে সাফারোভার কাছে। সোমবার রোলাঁ গারোঁয় তার হারটি ৭-৬, ৬-৪ গেমে।
 
রোলাঁ গারোঁয় সবশেষ তিনটি ফাইনাল খেলা শারাপোভা ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হন।