হার দিয়ে নাপোলি অভিযান শেষ বেনিতেসের

হার দিয়ে নাপোলি অভিযান শেষ হলো রাফায়েল বেনিতেসের। সেরি আর শেষ ম্যাচে লাৎসিওর কাছে হেরে নাপোলির চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নও ভেঙে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2015, 07:57 AM
Updated : 1 June 2015, 07:57 AM

গত রোববার নিজেদের মাঠে লাৎসিওর কাছে নাপোলির হারটি ৪-২ গোলে।
 
রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে নাপোলি ছেড়ে দেওয়া স্প্যানিশ কোচ বেনিতেসের।
 
মার্কো পারোলো ও আন্তোনিও কান্দ্রেভার গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লাৎসিও। 
 
দ্বিতীয়ার্ধে নয় মিনিটের মধ্যে আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের জোড়া গোলে সমতায় ফেরে নাপোলি।
 
শেষ পাঁচ মিনিটে ওগেনাই ওনাজি ও মিরোস্লাভ ক্লোসার দুটি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাৎসিও। 
 
লাৎসিওর কাছে হেরে যাওয়ায় লিগ শেষে নাপোলির পয়েন্ট ৬৩, পঞ্চম স্থান পেয়েছে তারা। আর নাপোলিকে হারিয়ে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল লাৎসিও। 
 
যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা ইউভেন্তুস ও এএস রোমা সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে। আর লাৎসিও প্লে-অফ খেলার সুযোগ পেয়েছে।
 
নাপোলি আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলতে পারবে।