পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি ব্লাটার

পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন জেপ ব্ল্যাটার। প্রথম দফা নির্বাচনের পর একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন সরে দাঁড়ালে পুনর্নির্বাচিত হন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 05:47 PM
Updated : 29 May 2015, 06:10 PM

প্রথম দফা ভোটে নির্বাচিত হতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিল ব্লাটার ও আলি বিন আল-হুসেইনের। জুরিখে শুক্রবারের নির্বাচনে ভোট পড়ে ২০৯টি, এর মধ্যে বাতিল হয় তিনটি ভোট। 
 
সুইজারল্যান্ডের ব্লাটার পান ১৩৩ ও জর্ডানের আল বিন আল-হুসেইন পান ৭৩ ভোট। 
 
দ্বিতীয় দফা নির্বাচনের ঘোষণার পরপরই সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন আলি বিন আল-হুসেইন।    
 
পুনর্নির্বাচিত হয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুয়ো শুনেন ফিফা প্রধান ব্লাটার।
 
নির্বাচনের আগে বড় একটা ধাক্কা খায় ফিফা। গত বুধবার খুব ভোরে সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেলে ঘুষ নেওয়ার সন্দেহে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ। 
 
এই গ্রেপ্তার ঘটনার কয়েক ঘণ্টা পর সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে।