ফালকাওকে রাখবে না ম্যানইউ

ধারে আনা রাদামেল ফালকাওকে আগামী মৌসুমে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ফরাসি লিগের দল মোনাকোতে ফিরে যেতে হচ্ছে কলম্বিয়ার এই ফরোয়ার্ডকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 12:00 PM
Updated : 25 May 2015, 01:26 PM

মোনাকো থেকে ধারে খেলতে এসে ইউনাইটেডের হয়ে আলো ছড়াতে ব্যর্থ হন ফালকাও। প্রিমিয়ার লিগের এই মৌসুমে ২৯ ম্যাচ খেলে মোটে চার গোল করেন তিনি।

প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হওয়ায় ফালকাওয়ের পেছনে তাই মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি নয় ইউনাইটেড। গত রোববার হাল সিটির বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলার পর দলটির কোচ লুইস ফন গালও ফালকাওয়ের বিদায় নিশ্চিত করে দেন।

“সে একজন পেশাদার খেলোয়াড় এবং ভালো মানুষ। আমার এবং ক্লাবের পক্ষ থেকে আমি তার ভালো ভবিষ্যৎ কামনা করছি।”

স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ফালকাও ২০১৩ সালে মোনাকোতে যোগ দেন। হাঁটুর মারাত্মক চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারার কারণে সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।