জয় দিয়েই চেলসির শিরোপা উদযাপন

শিরোপা নিশ্চিত করার পর পথ হারানো চেলসি শেষ পর্যন্ত জয় দিয়েই মৌসুম শেষ করেছে। প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে রোববার শিরোপা উদযাপন করে লন্ডনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 04:42 PM
Updated : 24 May 2015, 04:59 PM

এ মাসের শুরুতে ক্রিস্টাল প্যালেসকে একমাত্র গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর আর জেতেনি চেলসি। লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর গত রাউন্ডে ওয়েস্ট ব্রমের মাঠে ৩-০ গোলে হারে জোসে মরিনিয়োর দল।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ২৬তম মিনিটে স্কটিশ স্ট্রাইকার স্টিভেন ফ্লেচারের গোলে পিছিয়ে পড়ে চেলসি। তবে ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা।

এবারের লিগে কস্তার এটি ২১তম গোল।

৭০তম মিনিটে চেলসিকে এগিয়ে দেন লোইক রেমি। এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।

আর ৮৮তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন রেমি। নেমানিয়া মাতিচের সাহায্যে খুব কাছ থেকে বল জালে জড়ান রেমি।

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা চেলসির পয়েন্ট বেড়ে হলো ৮৭।

৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এ দিন ২-০ গোলে সাউথহ্যাম্পটনকে হারিয়েছে।

তৃতীয় স্থান নিশ্চিত করা আর্সেনাল এ দিন ওয়েস্ট ব্রমকে ৪-১ গোলে হারায়। আর্সেনালের পয়েন্ট ৭৫।

চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭০। এ দিন হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে লুইস ফন গালের দল।

শেষ রাউন্ডে সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে লিভারপুল। স্টোক সিটির মাঠে ৬-১ গোলে হেরেছে তারা।