চেলসিকে ফের দ্রগবার বিদায়

চেলসিকে ফের বিদায় বললেন দিদিয়ের দ্রগবা। তবে কোত দি ভোয়ার এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামীতে অন্য কোনো ভূমিকায় প্রিয় ক্লাবে ফিরে আসতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 12:46 PM
Updated : 24 May 2015, 02:08 PM

গত বছর এক বছরের চুক্তিতে চেলসিতে ফেরেন দ্রগবা। দলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়ার পর ফের বিদায় নিচ্ছেন তিনি। তবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে ছাড়লেও দ্রগবা জানিয়েছেন, আরও কিছুদিন ফুটবলের আঙিনায় থাকতে চান তিনি।

“কমপক্ষে আরও একটি মৌসুম খেলতে চাই। আরও ফুটবল খেলার সামর্থ্য আছে আমার।”

প্রথম দফায় ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত চেলসির হয়ে আলো ছড়ান দ্রগবা। ২০১২ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দেওয়ার পর বিদায় নেন তিনি।

সাংহাই শেনহুয়া ও গালাতাসারাই ঘুরে গত বছর ফের চেলসিতে যোগ দেন তিনি। প্রিয় ক্লাবে তাই আগামীতেও ফেরার ইচ্ছা জানাতে ভোলেননি ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“চেলসির প্রতি আমার ভালোবাসা সব সমর্থকরাই জানেন এবং আশা করি, ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় এখানে ফিরব আমি।”

চেলসির ২০১৪-১৫ মৌসুমের লিগ শিরোপা জয়ে চার গোল করেন দ্রগবা। দুই দফায় চেলসির জার্সিতে চারটি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তিনটি করে লিগ কাপ ও এফএ কাপ জয় করেন তিনি।