রিয়ালে উরুগুয়ের তরুণ ভালভারদে

উরুগুয়ের অনূর্ধ্ব-১৭ দলের স্ট্রাইকার ফেদ্রিকো ভালভারদেকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 12:01 PM
Updated : 24 May 2015, 02:04 PM

স্পেনের ক্রীড়া দৈনিক এসপানা জানায়, পেনারোলে খেলা এই স্ট্রাইকার গত সপ্তাহে রিয়ালে এসেছিলেন ডাক্তারি পরীক্ষা করাতে। গণমাধ্যমের খবর অনুয়ায়ী, ৫০ লাখ ইউরো দিয়ে স্তারলেতকে দলে টেনেছে স্পেনের সফলতম দলটি।

এ বিষয়ে রিয়াল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।

গণমাধ্যমের খবর সত্যি হলেও ২০১৬-১৭ মৌসুমের আগে পেনারোল ছেড়ে ভালভারদের রিয়ালে যোগ দেওয়া হচ্ছে না বলে মনে হচ্ছে। সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটিও নাকি এই খেলোয়াড়ের ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছে।