রিয়ালে আনচেলত্তিকেই চান রোনালদো

সমীকরণটা মোটামুটি সাজিয়ে নিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ যদি বিদায় বলে দেয়, তাহলে পরের মৌসুমটা ছুটি কাটাবেন। তবে ক্লাবের সবচেয়ে প্রভাবশালী তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর চাওয়া, আগামী মৌসুমটা সান্তিয়াগো বের্নাবেউতে থেকে যাক আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 10:04 AM
Updated : 24 May 2015, 10:04 AM

গেতাফেকে শনিবার রাতে ৭-৩ গোলে উড়িয়ে দেওয়ার পর আনচেলত্তির থাকা, না থাকা নিয়ে নিজের মনোভাবটা পরিষ্কার জানিয়ে দেন রোনালদো।

ইনস্টাগ্রামে কোচের সঙ্গে নিজের ছবি পোস্ট করে পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, “(কার্লো) একজন বড় কোচ এবং চমৎকার মানুষ। আশা করি, আগামী মৌসুমে আমরা একসঙ্গে কাজ করতে পারি।”

লিগের শেষ ম্যাচে গেতাকেফে হারানোর পর সংবাদ সম্মেলনে রিয়াল কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন আনচেলত্তি। চলতি মৌসুমে রিয়াল বড় কোনো শিরোপা না জেতায় এই ইতালিয়ান কোচের বিদায়ের গুঞ্জন জোরেশোরে উঠেছে।

আনচেলত্তি অবশ্য রিয়াল ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তিনি জানান, ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবেন।

নিজের ভবিষ্যৎ নিয়ে একটা সমীকরণ ঠিক করে রেখেছেন রিয়ালকে গত মৌসুমে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়া আনচেলত্তি।

“ভবিষ্যৎ ভাবনাটা পরিষ্কারভাবেই আমার মাথায় আছে। হয় আমি এখানে (রিয়ালে) থাকব, নয়তো এক বছর ছুটি কাটাব।”