মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ ভলিবল দল। প্রথম সেটে হারলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় পায় স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 08:01 PM
Updated : 23 May 2015, 08:01 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার এশিয়ান সিনিয়র ম্যান্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচের প্রথম সেটে মালদ্বীপের কাছে ২৫-২০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেটে ২৫-১৯ ব্যবধানের জয় নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াই করলেও অতিথি দলটি বাংলাদেশের সঙ্গে পেরে ওঠনি; ২৫-২১ ও ২৫-২০ ব্যবধানে জেতে স্বাগতিকরা।

আগামী সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের আগে নাচে-গানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ‘একতারা বাজাইওনা’ গান গেয়ে দর্শকদের মাতান।

উদ্বোধনী খেলার আগে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান-এই সাত দল এই আসরে খেলছে।

চ্যাম্পিয়ন দলের জন্য ১ হাজার ডলার ও রানার্সআপ দলের জন্য ৫০০ ডলার পুরস্কার দেওয়া হবে। এছাড়া আসরের সেরা খেলোয়াড়কে ৫০০ ডলার পুরস্কার দেওয়া হবে।