রোনালদোর কাছে আর চাওয়ার কিছু ছিল না আনচেলত্তির

মৌসুমের বড় তিনটি টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার হতাশা থাকলেও দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর কোনো দোষ দেখছেন না কার্লো আনচেলত্তি। বরং পুরো মৌসুমে পর্তুগিজ এই ফরোয়ার্ড যেভাবে খেলেছেন, তাতে তার কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না বলেই মনে করেন রিয়াল মাদ্রিদের এই কোচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 09:23 AM
Updated : 23 May 2015, 09:23 AM

লা লিগায় এই মৌসুমে এখন পর্যন্ত ৪৫ গোল করে পিচিচি ট্রফি জেতার লক্ষ্যে সবচেয়ে এগিয়ে আছেন রোনালদো। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার লিওনেল মেসির গোল ৪১টি।
 
একই সঙ্গে ইউরোপের লিগগুলোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন সু জয়ের দিকেও এগিয়ে আছেন রোনালদো। এখানেও তার প্রতিদ্বন্দ্বী মেসি। 
 

এই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও অনেকগুলো গোল করেছেন রোনালদো, ১০ গোল করে এখানে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে তালিকার শীর্ষে আছেন তিনবারের ফিফা বর্ষসেরা। এছাড়া উয়েফা সুপার কাপে ২ এবং কোপা দেল রেতে ১টি গোল করেন তিনি। 
তাই দল বড় কোনো শিরোপা না জিতলেও রোনালদো নিজের কাজটা ঠিকমতোই করেছেন বলে মনে করেন আনচেলত্তি। 
“সে মোট কতটা গোল করেছে আমি তা গুনতে ভুলে গেছি। দলের জন্য সে তার সর্বোচ্চ করেছে। তার কাছে এর চেয়ে বেশি আপনি চাইতে পারেন না।”