ভবিষ্যতের প্রশ্নে মুখে তালা এনরিকের

বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে চাননি লুইস এনরিকে। মৌসুম শেষ হলেই এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়ে দিয়েছেন ক্লাবটির কোচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 03:38 PM
Updated : 22 May 2015, 03:38 PM

আগামী শনিবার ঘরের মাঠ কাম্প নউতে স্পেনের লা লিগায় এ মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলবে বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে এই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এনরিকেকে বার্সেলোনায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন সংবাদিকরা। 
 

এনরিকে বলেন, “আমার কিছুই বলার নেই। আমার সামনে আর তিনটি ম্যাচ আছে এবং মৌসুম শেষ হলেই আমি কথা বলব।”
গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে লিগের শিরোপা জেতে বার্সেলোনা। আগামী ৩০ মে কাম্প নউতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলবে তারা। এরপর ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউভেন্তুস। 
কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের আনন্দে ভাসবে বার্সেলোনা।