ভলিবলে বাংলাদেশের গ্রুপে নেপাল, মালদ্বীপ ও তাজিকিস্তান

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে বাংলাদেশের গ্রুপে পড়েছে নেপাল, মালদ্বীপ ও কিরগিজস্তান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 01:38 PM
Updated : 22 May 2015, 01:38 PM

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী শনিবার এই আসরের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান-এই আট দলের এই আসরে খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাজিকিস্তান সরে দাঁড়ানোয় সাতটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

‘বি’ গ্রুপে পড়েছে আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

দুই গ্রুপের সেরা চার দল সেমি-ফাইনালে উঠবে; ২৮ মে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে ফাইনাল। এই আসরের সবগুলো খেলাই এখানে হবে।

চ্যাম্পিয়ন দলের জন্য ১ হাজার ডলার ও রানার্সআপ দলের জন্য ৫০০ ডলার পুরষ্কার রাখার কথা জানায় ফেডারেশন। এছাড়া আসরের সেরা খেলোয়াড়কে ৫০০ ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানায় সংস্থাটি।

স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বাড়তি প্রাপ্তির হাতছানিও থাকছে। চ্যাম্পিয়ন হলে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেনে ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম।

ফেডারেশন জানায়, টুর্নামেন্টের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ ৩৪ হাজার টাকা। এই আসরের পৃষ্ঠপোষকতা করছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।