জুনিয়র অ্যাথলেটিক্সে ১০০ মিটারে সেরা আশরাফুজ্জামান ও আয়েশা

৩১তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আশরাফুজ্জামান রচি। আর ১০০ মিটারে প্রথম হয়েছেন একই প্রতিষ্ঠানের আয়েশা সিদ্দিকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 01:29 PM
Updated : 22 May 2015, 01:29 PM

শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে দাপটের সঙ্গেই নিজেদের ইভেন্টের সেরা হন আশরাফুজ্জামান ও আয়েশা।

১০.৯০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেন আশরাফুজ্জামান। গতবারও ইভেন্টের সেরা ছিলেন বাগেরহাটের এই তরুণ। গতবার ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন তিনি।

সেরা হওয়ার আনন্দ থাকলেও নিজের রেকর্ড ভাঙতে না পারায় কিছুটা হলেও হতাশ আশরাফুজ্জামান। তবে এই না পারার কারণ হিসেবে তিনি জানালেন, হাঁটুর চোটের কথা।

মেয়েদের ১০০ মিটারে সবার আগে দৌড় শেষ করতে ১২.৭৫ সেকেন্ড সময় নেন আয়েশা। ২০১৩ সালেও এই ইভেন্টের সেরা হওয়া লালমনিরহাটের এই তরুণী গতবার হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি।